ঢালিউডের নতুন নায়িকা মৌ খান তার অভিনয় ক্যারিয়ার শেষ করে দ্বীনের পথে চলার ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার। এরপর ‘বান্ধব’ এবং ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাগুলোতে কাজ করেন তিনি। যদিও এই সিনেমাগুলো বড় আকারে সাড়া ফেলতে পারেনি, তবুও নিয়মিত কাজ করে যাচ্ছেন মৌ খান।

তবে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হঠাৎ সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, তিনি আর অভিনয় করতে চান না। পোস্টে মৌ খান উল্লেখ করেন, তিনি তার জীবনের বাকি পথ আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ, কোরআন এবং দ্বীনের আলোকে চলতে চান। পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ অনুসরণ করে চলার ইচ্ছাও প্রকাশ করেন।
পোস্টে তিনি অনুরোধ করেন, তার অসমাপ্ত কাজগুলো নির্মাতারা নিজ উদ্যোগে সম্পন্ন করুন। অংশবিশেষ তিনি শেষ করার প্রতিশ্রুতিও দেন, কিন্তু ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক রাখতে চান না। এছাড়া মৌ খান হালাল উপায়ে জীবিকা অর্জনের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন এবং লেখেন, ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।

সর্বশেষে তিনি তার সমর্থক এবং ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য দোয়া করবেন।’
কিন্তু পোস্টটি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিজেই ডিলিট করে দেন। শনিবার সকালে তার টাইমলাইনে আর পোস্টটি দেখা যায়নি। পোস্ট ডিলিটের কারণ এখনও জানা যায়নি।

