ডব্লিউডব্লিউইর পে-পর-ভিউ ইভেন্টে গুন্থারের বিপক্ষে লড়াই করেই পেশাদার রেসলিং ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন জন সিনা। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে শেষ পর্যন্ত পরাজিত হলেও হারতে পারেননি দর্শকদের ভালোবাসা। ম্যাচ শেষে দাঁড়িয়ে করতালির মাধ্যমে কিংবদন্তি এই রেসলারকে বিদায় জানায় পুরো অ্যারেনা।
এই লড়াইয়ের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে রেসলিং রিংকে বিদায় নিলেন ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় তারকা জন সিনা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য শিরোপা জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়।
সিনার ঝুলিতে রয়েছে ডব্লিউডব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ের রেকর্ড। চলতি বছর কোডি রোডসকে হারিয়ে ১৭তম বারের মতো এই শিরোপা জিতে তিনি নতুন ইতিহাস গড়েন। হেভিওয়েট শিরোপার পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল, ইউএস ও ওয়ার্ল্ড হেভিওয়েট—ডব্লিউডব্লিউইর প্রায় সব বড় শিরোপাই একসময় তার দখলে ছিল। দুইবার রয়্যাল রাম্বল জয়ের কৃতিত্বও রয়েছে এই তারকার নামের পাশে।
বিদায়ী ম্যাচে সিনাকে সম্মান জানাতে রিংয়ে হাজির হন বর্তমান ও সাবেক অনেক জনপ্রিয় রেসলার। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও বার্তার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান অসংখ্য সহকর্মী ও ভক্ত।
রেসলিং অঙ্গনের বাইরেও জন সিনার অবসর বিশেষভাবে স্মরণ করা হয়েছে। তার বিদায় উপলক্ষে গুগল প্রকাশ করেছে একটি বিশেষ ডুডল। ‘John Cena’ লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে একটি অ্যানিমেশন, যেখানে ক্লিক করলে পুরো পেজটি মিলিয়ে যায়—যা প্রতীকীভাবে রিং থেকে জন সিনার বিদায়কে তুলে ধরেছে।
রিংয়ে তার শেষ ম্যাচ হয়তো ছিল পরাজয়ের, কিন্তু জন সিনার ক্যারিয়ার থেকে যাবে বিজয়, সম্মান আর স্মরণীয় মুহূর্তে ভরা এক অনন্য অধ্যায় হিসেবে।

