Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Tue, Dec 16, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের নিরাপদ ১০ দেশ ও অঞ্চলে শীর্ষে আমিরাত, পিছিয়ে পশ্চিমা
    ফিচার

    বিশ্বের নিরাপদ ১০ দেশ ও অঞ্চলে শীর্ষে আমিরাত, পিছিয়ে পশ্চিমা

    এফ. আর. ইমরানJuly 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বের নিরাপদ ১০ দেশ ও অঞ্চল। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। উন্নত বিশ্বের দেশগুলো আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিপুল অর্থ ও মনোযোগ দিয়ে থাকে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ‘নামবিও সেফটি ইনডেক্স ২০২৫’ অনুযায়ী, নিরাপত্তার দিক থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত গণতান্ত্রিক দেশগুলো পিছিয়ে রয়েছে।

    সার্বিয়াভিত্তিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম নামবিও সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসের ভিত্তিতে বিশ্বের নিরাপদ ১০টি দেশের মধ্যে ৮টিই এশিয়ায় অবস্থিত। বাকি দুটি ইউরোপে। এই সূচকে ১৪৮টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান বেশ নিচে। মাত্র ৩৮.৫ স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে ১২৬তম স্থানে। প্রতিবেশী ভারত পেয়েছে ৫৫.৮ স্কোর, অবস্থান ৬৭তম। মিয়ানমার ৪৮.৪ স্কোর নিয়ে আছে ৯৯তম স্থানে।

    অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ৫০.৮ স্কোর নিয়ে রয়েছে ৯১তম স্থানে, যুক্তরাজ্য ৫১.৬ স্কোর পেয়ে ৮৬তম। চীন ৭৬.৫ স্কোরসহ ১২তম স্থানে, রাশিয়া ৬১.৬ স্কোর নিয়ে ৫২তম। সর্বশেষ স্থানে রয়েছে হাইতি, যার স্কোর মাত্র ১৯.০।

    নিরাপত্তা সূচক নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে নাগরিকদের অপরাধের আশঙ্কা, রাতের নিরাপত্তা, পুলিশের প্রতি আস্থা, সহিংসতার ঝুঁকি, যানবাহন চুরি বা ছিনতাই, বৈষম্য কিংবা বর্ণবাদের শিকার হওয়ার আশঙ্কা প্রভৃতি। তথ্য সংগ্রহ করা হয়েছে ক্রাউডসোর্সিং পদ্ধতিতে, যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হয়।


    নামবিও সেফটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০টি দেশ ও অঞ্চল নিচে তুলে ধরা হলো:

    ১. সংযুক্ত আরব আমিরাত (৮৫.২ স্কোর): বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। কঠোর আইন এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটিতে অপরাধের হার অত্যন্ত কম। ২৪ ঘণ্টা সক্রিয় পুলিশ বাহিনী এবং সর্বত্র নজরদারিতে ব্যবহৃত প্রযুক্তির কারণে সাধারণ নাগরিক ও পর্যটকরা রাতেও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। তবে এই নজরদারি ব্যবস্থার অতিরিক্ততার জন্য মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও রয়েছে।

    বিশ্বের নিরাপদ দেশের তালিকায় নামবিও সেফটি ইনডেক্সে শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। ছবি: রয়টার্স

    ২. অ্যান্ডোরা (৮৪.৮ স্কোর): ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলোর একটি অ্যান্ডোরা। স্পেন ও ফ্রান্সের মাঝখানে অবস্থিত এই দেশটিতে অপরাধপ্রবণতা প্রায় শূন্য। আয়তনে মাত্র ৪৬৮ বর্গকিলোমিটার হলেও প্রতিবছর প্রায় ১ কোটি পর্যটক ভ্রমণে আসেন। এখানকার প্রধান আকর্ষণ স্কি রিসোর্ট ও শুল্কমুক্ত পণ্য কেনাকাটা।

    স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী স্থলবেষ্টিত দেশটিতে অপরাধ প্রায় শূন্যের কোঠায়। ছবি: এএফপি

    ৩. কাতার (৮৪.৬ স্কোর): মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ কাতার অপরাধ নিয়ন্ত্রণ, রাতের নিরাপত্তা এবং সক্রিয় পুলিশি নজরদারির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। আন্তর্জাতিক খেলা ও পর্যটন ইভেন্ট আয়োজনেও নিরাপত্তার প্রশ্নে দেশটি সর্বোচ্চ গুরুত্ব দেয়।

    ঘন জনসংখ্যা সত্ত্বেও কাতারে অপরাধ নিয়ন্ত্রণ, রাতের নিরাপত্তা ও পুলিশি সেবা বেশ সক্রিয়। ছবি: রয়টার্স

    ৪. তাইওয়ান (৮৩.০ স্কোর): পূর্ব এশিয়ার এই স্বশাসিত অঞ্চলে সামাজিক শান্তি ও নিরাপত্তা পরিবেশ এতটাই উন্নত যে, রাতে একা চলাফেরা করতেও কোনো ভীতি থাকে না। অপরাধের হারও অত্যন্ত কম।

    তাইওয়ানের তাইপে চিয়াং শাক-কাই মেমোরিয়াল হলে পতাকা উত্তোলন করছেন দুই নিরাপত্তাকর্মী। ছবি: রয়টার্স

    ৫. ম্যাকাও (৮১.১ স্কোর): বিশ্বের অন্যতম ক্যাসিনোকেন্দ্র ম্যাকাও চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সন্ত্রাস বা সহিংস অপরাধ এখানে বিরল।

    চীনের স্বায়ত্তশাসিত ম্যাকাওয়ের মনোরম একটি দৃশ্য। ছবি: রয়টার্স

    ৬. ওমান (৮১.৪ স্কোর): মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে আইনশৃঙ্খলা রক্ষায় রয়্যাল ওমান পুলিশ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা অত্যন্ত সক্রিয়। শহরাঞ্চলে ব্যাপকহারে সিসিটিভি নজরদারি রয়েছে।

    ওমানের পুরোনো মাসকট শহরের একটি দৃশ্য। ছবি: রয়টার্স

    ৭. আইল অব ম্যান (৭৯.১ স্কোর): যুক্তরাজ্যের সহায়তাপুষ্ট স্বায়ত্তশাসিত এই দ্বীপরাষ্ট্রে অপরাধপ্রবণতা নেই বললেই চলে। দক্ষ পুলিশ বাহিনী এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

    আইল অব ম্যানের সরকারি প্রতীক। অফিসিয়াল সাইট থেকে নেওয়া

    ৮. হংকং (৭৮.৫ স্কোর): চীনের আওতাধীন হলেও হংকংয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। উন্নত সিসিটিভি, দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা শহরটিকে নিরাপদ রেখেছে।

    পর্যটকদের কাছে আকর্ষণীয় হংকং শহরের মনোরম একটি দৃশ্য। ছবি: রয়টার্স

    ৯. আর্মেনিয়া (৭৭.৬ স্কোর): ককেশাস অঞ্চলের পাহাড়ঘেরা এই দেশে পুলিশের ওপর জনআস্থা উঁচু। সিসিটিভি ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণে রাখা হয়।

    আর্মেনিয়া পাহাড়ি দেশ হলেও সেখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর। ছবি: উইকোপেডিয়া

    ১০. সিঙ্গাপুর (৭৭.৪ স্কোর): অপরাধ প্রতিরোধে বিশ্বের অন্যতম কঠোর আইনবিধি প্রয়োগকারী দেশ সিঙ্গাপুর। সামাজিক শৃঙ্খলা এবং উচ্চ প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করে।

    সিঙ্গাপুর বেশ আকর্ষণীয়। ছবি: রয়টার্স

    বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে এই সূচক দেশগুলোর জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়। তবে নিরাপত্তার উচ্চ মানদণ্ড বজায় রাখতে গিয়ে ব্যক্তিগত স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নেও বিতর্ক রয়ে গেছে।

    সূত্র: নামবিও সেফটি ইনডেক্স ২০২৫
    (https://www.numbeo.com/crime/rankings_by_country.jsp)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    আপ্যায়নের পরও গুলি—শহীদ শিল্পীর করুণ মৃত্যু

    December 14, 2025
    ফিচার

    মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা!

    December 6, 2025
    ফিচার

    জনবল নিচ্ছে সিটিজেনস ভয়েস

    December 3, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.