গত ১ দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনা মিলিয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ খুলনা, কুমিল্লা, নেত্রকোনা, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, কুড়িগ্রাম ও দিনাজপুরে এসব ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে পিটুনি, সংঘর্ষ, কুপিয়ে হত্যা, পানিতে ডুবে মৃত্যু, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং আত্মহত্যার ঘটনা রয়েছে।
রাজধানীর গুলশান এলাকায় একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জ্যাকসন (৫০)। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। নিহত জ্যাকসন বুধবার হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। দুই দিন খাবার অর্ডার না করার কারণে হোটেল কর্তৃপক্ষ তার প্রতি সন্দেহ প্রকাশ করে এবং বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে জানায়। পরে হোটেল পরিদর্শন করে দেখা যায় তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে ছিলেন। ওসি হাফিজুর রহমান বলেন, “মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাসের লিখিত আবেদন অনুযায়ী মরদেহ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।”
খুলনার খান জাহান আলী সেতুর নিচ থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত সাংবাদিকের নাম ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন এবং খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য। র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশ সাংবাদিক বুলুর বলে নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, লাশের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর মধ্যে লাশ থাকার কারণে নৌ-পুলিশকে জানানো হয়। নৌ-পুলিশের রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, “লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে।”
প্রাথমিক তথ্য অনুযায়ী, সাংবাদিক বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা ১১ মে নিখোঁজ হন। পারিবারিক বৈষম্য, বিশেষ করে পৈতৃক বাড়ি বিক্রির বিষয়ে দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের বিবাহিত জীবনে দম্পতি নিঃসন্তান ছিলেন। সাংবাদিক বুলু পূর্বে দৈনিক জন্মভূমি ও দৈনিক প্রবাহসহ অন্যান্য গণমাধ্যমেও কর্মরত ছিলেন।
কুমিল্লা নগরীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে শিল্পী আক্তার (৪০)। পুলিশ জানায়, লুৎফা বেগম ও তার মেয়ে একই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে বের হয়েছিলেন। এই ঘটনায় লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি; মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
কুমিল্লার কাঁটাবিল এলাকায় মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর কাঁটাবিল মসজিদের সামনে মহরম হোসেন (৩৫) নামে যুবককে হত্যা করা হয়। তিনি মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তার ১১ বছর বয়সী মেয়ে ও ৭ বছর বয়সী ছেলে রয়েছে। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহত যুবকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবার-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটেছে।
নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে চোর সন্দেহে নবীর আলী (৫৫) নামের একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, নবীর আলীর গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে গ্রামবাসী আটক করে পিটুনি দেয়। সদর থানার ওসি মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় রিপন কুমার মোদক (২৪) নামে এক ওষুধ কোম্পানির কর্মকর্তা আত্মহত্যা করেছেন। লাশের পাশে পাওয়া চিরকুটে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ ছিল।
নেত্রকোনার সদর উপজেলার মাঝাটি গ্রামে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (৩০)। মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় কাচমিস্ত্রি ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চর পাথরঘাটা রেলওয়ে ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে আমজাদ ঢালী (৪৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মৃত শহিদুল ইসলাম ঢালীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় ডুবে মারা গেছেন।
শ্রীনগরের আটপাড়া এলাকায় কলাবাগান থেকে কৃষক আয়নাল হকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আগের রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব নামে এক যুবক ডুবে মারা যান। তার লাশ রমনা ইউনিয়নের ভট্টপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
দিনাজপুরের বিরল উপজেলার পশ্চিম মাধববাটি গ্রামে সবাদ আলী (৭৮)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের ছেলে জানান, তার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
নিরাপত্তা ও সামাজিক দায়িত্বের পাশাপাশি পুলিশের তদন্ত চলছে। উদ্ধারকৃত লাশগুলোর ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে এবং হত্যাকাণ্ড ও সংঘর্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নিয়েছে।
গত ২৪ ঘণ্টায় এই ১৪ জনের মৃত্যু দেশের বিভিন্ন প্রান্তে মানবজীবনের অস্থিরতা, সংঘাত ও দুর্ঘটনার প্রতিচ্ছবি। পিটুনি, হত্যাকাণ্ড, সংঘর্ষ, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যা— সব মিলিয়ে দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য সতর্কবার্তা।

