রিয়াল মাদ্রিদ আগামী শনিবার রাতে লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হবে। এর আগে, গতকাল রাতে সেল্টাভিগোর বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে আত্মবিশ্বাসী হয়ে মাঠ ছেড়েছে তারা। চ্যাম্পিয়নস লিগের ব্যস্ততা থাকলেও লা লিগার এল ক্লাসিকোর আগে এই ম্যাচটি ছিল তাদের প্রস্তুতির শেষ সুযোগ। সেই সুযোগে সেল্টার মাঠে রিয়াল তুলে নিয়েছে ২-১ গোলের একটি কষ্টার্জিত জয়।
ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চ্যালেঞ্জের মুখে ফেলে সেল্টা ভিগো। শক্তিশালী প্রতিপক্ষ রিয়ালের বিরুদ্ধে বেশ ভালোভাবেই পাল্টা লড়াইয়ে নামে তারা। প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে সেল্টার সামনে কিন্তু সহজ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায়। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে নিজেকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন এক অসাধারণ গোলে। এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে পাওয়া বলকে বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে জালে জড়ান এমবাপ্পে। তবে গোল খেয়েও পিছিয়ে পড়া সেল্টাভিগো সহজে হাল ছাড়েনি। প্রথমার্ধে সমতা ফেরাতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা গোল আদায় করে নেয়। ম্যাচের ৫১ মিনিটে উইলিয়ট সুইডবার্গের এক দারুণ আক্রমণ থেকে সমতায় ফেরে সেল্টা।
রিয়াল মাদ্রিদ অবশ্য দ্রুতই নিজেদের অবস্থান শক্তিশালী করে। ৬৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে রিয়ালকে আবার এগিয়ে দেন। লুকা মদরিচের দুর্দান্ত এক পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে গোলটি করেন ভিনিসিয়ুস। এই গোলই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং রিয়াল পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল। দুই দলেরই পয়েন্ট এখন ২৪, তবে বার্সেলোনা এক ম্যাচ কম খেলেছে। আজ রাতেই বার্সার সামনে সুযোগ আছে রিয়ালকে আবার ছাড়িয়ে যাওয়ার। বার্সেলোনা সেভিয়ার মুখোমুখি হবে যেখানে হানসি ফ্লিকের দল জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি দলটির পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক বিরতির পর আমরা জয় পেয়েছি যা মোটেই সহজ কাজ নয়। যখন তারা সমতা ফেরাল তখন পরিবর্তনগুলো আমাদের নতুন করে উজ্জীবিত করেছিল। এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে এবং শনিবারের এল ক্লাসিকোর আগে দলের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।