জাতীয় পর্যায়ে সাঁতারের বিষয় মানেই বাংলাদেশ নৌ-বাহিনীর আরেকটি শ্রেষ্ঠত্ব প্রমাণের সূচনা। সম্প্রতি ৩তম ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারেও চ্যাম্পিয়ন হয়েছে নৌ-বাহিনীর সংস্থাটি। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ৪-দিনব্যাপী এ প্রতিযোগিতা পরে ৩২টি স্বর্ণ, ২৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে প্রথম নৌ-বাহিনী। এছাড়াও রানার্সআপ হয়েছে সেনাবাহিনী, জিতেছেন ১০টি স্বর্ণ, ১৫টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ।
২০২২ সালে একই সংস্থার সুরাইয়া আক্তারের এক মিনিট ১২.৩৭ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন নৌ-বাহিনীর যুথী আক্তার। গত মঙ্গলবার সাঁতারুরা আরও দুটি জাতীয় রেকর্ড গড়েন। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ১১.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন এ রেকর্ড গড়েন নৌ-বাহিনীর যুথী আক্তার।
২০২১ সালে ছেলেদের ফ্রিস্টাইলে ৪০০ মিটার চার মিনিট ১৭.৩৫ সেকেন্ডের রেকোর্ড ছিল। পূর্বের রেকর্ড ভেঙ্গে ৪০০ মিটার চার মিনিট ১৪.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন নৌ-বাহিনীর কাজল মিয়া।
পুরুষদের প্রতিযোগিতায় বাংলাদেশ নৌ-বাহিনীর সামিউল ইসলাম রাফি পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদকের রেকর্ড গড়েন এবং মেয়েদের প্রতিযোগিতায় নৌ-বাহিনীর যুথী আক্তার চারটি স্বর্ণ ও একটি রুপা জিতে সেরা সাঁতারুর পুরষ্কার জিতে নেন।
খেলা শেষে সহকারী নৌ-বাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।