ঢাকার হাতিরঝিলে শুক্রবার (২৯ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘রানরাইজ নেশন ফিফটিন কে’ মিনি ম্যারাথন। হাতিরঝিল এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে আবার একই স্থানে শেষ হয় দৌড় প্রতিযোগিতা, যেখানে সারা দেশ থেকে দুই হাজারেরও বেশি রানার অংশ নেন।
দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা—১৫ কিলোমিটার ও সাড়ে ৭ কিলোমিটার। স্টার্টিং লাইন থেকে ফিনিশিং লাইন পর্যন্ত দৌড়ের পুরো সময় হাতিরঝিলে বিরাজ করে এক আনন্দঘন পরিবেশ। অংশগ্রহণকারীদের প্রাণশক্তি, আবেগ ও ঐক্যবদ্ধতার বার্তায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
‘রানরাইজ নেশন ফিফটিন কে’ দৌড় প্রতিযোগিতা একত্র করেছে শর্ট ম্যারাথনপ্রেমী, ফিটনেস সচেতন মানুষ ও পেশাদার অ্যাথলেটদের। অংশগ্রহণকারীদের ভাষায়, এই আয়োজন শুধু শরীরচর্চার অনুপ্রেরণাই নয় বরং বিনোদন ও স্বাস্থ্যসুরক্ষার এক অনন্য উপলক্ষ।
রান শেষে অংশগ্রহণকারীরা আয়োজক, স্বেচ্ছাসেবক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে প্রশংসায় ভাসান। তাদের মতে, গোছানো ব্যবস্থাপনা, পর্যাপ্ত হাইড্রেশন পয়েন্ট, চমৎকার নিরাপত্তা ও দর্শকদের উচ্ছ্বাস দৌড়কে করেছে প্রাণবন্ত। অনেকেই একে বছরের সেরা দৌড় আয়োজন হিসেবে উল্লেখ করেন।