আফগানিস্তানকে হারিয়ে প্রথম ধাপের শর্ত পূরণ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে এখন টাইগারদের চোখ শুধুই শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে। আগামীকালকের এই ম্যাচেই নির্ধারিত হবে, বাংলাদেশ এশিয়া কাপে সুপার ফোরে উঠবে নাকি বিদায় নেবে।
বাংলাদেশ ইতিমধ্যেই গ্রুপে তিন ম্যাচ খেলে পেয়েছে দুই জয় ও চার পয়েন্ট। এতে আফগানিস্তানকে টপকে আপাতত দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা। শ্রীলঙ্কারও সমান চার পয়েন্ট, তবে নেট রান রেটে লঙ্কানরা অনেক এগিয়ে। তাদের নেট রান রেট +১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তান এখনো খেলেছে দুই ম্যাচ, তাদের পয়েন্ট ২, কিন্তু নেট রান রেটে এগিয়ে +২.১৫০।
এখন হিসাব একেবারেই সহজ—যদি শ্রীলঙ্কা আগামীকাল আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবেই চলে যাবে সুপার ফোরে। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশই এগিয়ে যাবে পরের রাউন্ডে। কিন্তু আফগানিস্তান জিতে গেলে খেলা জমে উঠবে কঠিন সমীকরণে। তখন বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে নেট রান রেটের ওপর।
গ্রুপের শেষ ম্যাচে যদি আফগানিস্তান আগে ব্যাট করে বড় স্কোর তোলে, তবে শ্রীলঙ্কাকে রান তাড়ার সময় খুব কম রান তুললেই চলবে। যেমন—আফগানরা ২০০ করলে, শ্রীলঙ্কার ১২৮ রান করলেই হবে। আবার আফগানরা ১৫০ তুললে, লঙ্কানদের মাত্র ৮৪ রানই যথেষ্ট। কিন্তু শ্রীলঙ্কা আগে ব্যাট করলে, বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানদের ম্যাচ জিততে হবে প্রায় ১১-১২ ওভারের মধ্যে।
সব মিলিয়ে টাইগারদের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। মাঠে লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কা, কিন্তু বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা কাল সারাদিন তাকিয়ে থাকবে সেই ম্যাচের ফলাফলের দিকে।