বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার পর শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে তিনি নিজের প্রার্থীতা থেকে সরে দাঁড়ান।
তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। একইসঙ্গে আজই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন। ফলে নির্বাচনের ভোটগ্রহণের আগে (যা হবে আগামী ৬ অক্টোবর) তামিমের এই সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার হাইকোর্ট বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম স্থগিত করে। সাবেক সভাপতি ফারুক আহমেদের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের ওই সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন ওঠে যে তামিম হয়তো প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন। শেষ পর্যন্ত সেটিই ঘটল।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর তামিম এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছিলেন যে জেলা ও বিভাগের কাউন্সিলরদের তালিকা তৈরিতে সরকারি হস্তক্ষেপ ছিল এবং বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহার হয়েছে। সেই অভিযোগের পর থেকেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
সবশেষে নানা বিতর্ক, আইনি জটিলতা আর রাজনৈতিক প্রভাবের অভিযোগের মধ্যেই তামিম নিজেকে সরিয়ে নিলেন নির্বাচনী দৌড় থেকে। ফলে বিসিবি নির্বাচন ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছিল, তা আরও এক ধাপ বেড়ে গেল।