বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নিজের সম্পর্ককে ‘প্রেম’ হিসেবে বর্ণনা করলেন নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন আবেগঘন মন্তব্য করেন তিনি।
বুলবুল বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসেছিলাম, কিন্তু যখন কাজ শুরু করলাম, ছোট ছোট সাফল্যগুলো দেখতে পেলাম— তখন আর নিজেকে সরিয়ে নিতে পারিনি। দেশের জন্য কিছু করার লোভে থেকে গেছি।”
তিনি আরও বলেন, “ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই— সেটা মুখ্য নয়। আমরা সবাই মিলে দেশের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করব। প্রয়োজনে বোর্ডের বাইরেও যারা ক্রিকেট নিয়ে কাজ করছেন, তাদের কাছেও আমরা যাব।”
নির্বাচন নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে বুলবুলের জবাব, “প্রতিটি দেশেই নির্বাচনের আগে কিছু বিতর্ক হয়। আমরাও সেটি দেখেছি, কিন্তু আমরা গঠনতন্ত্রের মধ্যেই নির্বাচন সম্পন্ন করেছি— এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আগামীকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টায় এই বৈঠক শুরু হবে।
দেশের ক্রিকেট এখন নতুন নেতৃত্বের হাতে— যেখানে একজন সাবেক অধিনায়ক নিজের ভাষায় বলছেন, “এটি কেবল দায়িত্ব নয়, এটি এক গভীর প্রেমের সম্পর্ক।”