যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আসন্ন, আর বিশ্বকাপ ভক্তদের উত্তেজনা আকাশচুম্বী। টিকিট-মূল্য নিয়ে শুরুতে সমালোচনা থাকলেও, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথম ধাপের টিকিট বিক্রির তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, ১০ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই টিকিট কিনেছেন, যা বিশ্বকাপের প্রতি আন্তর্জাতিক আগ্রহের প্রমাণ।
ফিফার তথ্য অনুযায়ী, ২১২টি দেশ ও অঞ্চলের মানুষ টিকিট কিনেছে। তবে এখনো বিশ্বকাপের ৪৮টি দলের মধ্যে ২৮টি দলই যোগ্যতা অর্জন করেছে। প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট কিনেছে— ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
টিকিটের জন্য আবেদন শুরু হয় ১০ সেপ্টেম্বর, এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেড় মিলিয়নের বেশি আবেদন জমা পড়ে। বিশ্বকাপ চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। খেলা চলাকালেও টিকিট কেনা যাবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “উত্তর আমেরিকার এই ঐতিহাসিক ইভেন্ট দেখার জন্য বিশ্বজুড়ে মানুষের আগ্রহ অবিশ্বাস্য। এটি আমাদের জানাচ্ছে কত বেশি সমর্থক বিশ্বকাপের অংশ হতে চায়।”
ফিফা এখনো ম্যাচভিত্তিক টিকিটের সংখ্যা বা মূল্য বিস্তারিতভাবে প্রকাশ করেনি। তবে নিউ জার্সিতে ফাইনালের টিকিটের দাম ৯৫৩৮ থেকে ৫৭,৫০০ ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১১ লাখ ৫০ হাজার থেকে ৭০ লাখ টাকা।
প্রথম ধাপে লটারিতে নির্বাচিত ৪৫ লাখ দর্শক টিকিট কিনতে পেরেছেন। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ অক্টোবর। ফিফা এবার প্রথমবার ডায়নামিক প্রাইসিং প্রণালী চালু করেছে, যার ফলে ম্যাচের চাহিদা অনুযায়ী টিকিটের দাম পরিবর্তিত হতে পারে।

