তৃতীয় এশিয়ান যুব গেমসে সাফল্য নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। বাহরাইনের মানামা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন ব্রোঞ্জ পদকজয়ী দল।
এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণ করা বাংলাদেশ বালক ও বালিকা কাবাডি দল উভয়ই ব্রোঞ্জ পদক জিতেছে। গতকাল রাতেই উভয় দলের হাতে পদক তুলে দেওয়া হয়।
আগের দুই আসরে অংশ নেওয়া সত্ত্বেও পদক জিততে না পারার আক্ষেপ এবার ঘুচলো কাবাডি দলের সাফল্যে। বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে দেশের জন্য প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড অংশগ্রহণ করে।
মেয়েদের সাফল্যের পরই বালক দলও ব্রোঞ্জ পদক জিতেছে। ৭ দলের মধ্যে তারা তৃতীয় স্থান অর্জন করে। শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে হলেও বাংলাদেশ বালক দল দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ও তুলে নেয় তারা। থাইল্যান্ডের কাছে হারের কারণে ফাইনালে যেতে পারলেও শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারিয়ে পদক নিশ্চিত করেছে।
দেশের জন্য এই তরুণ কাবাডি দল উজ্জ্বল সাফল্য অর্জন করেছে এবং ইতিহাস রচনা করেছে।

