বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মালিকানা আগামী পাঁচ বছরের জন্য থাকছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের হাতে।
গত আসরে দলের প্রথমবারের অংশগ্রহণে যদিও শেষ হাসি হাসতে না পারলেও শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রথমবারের অভিজ্ঞতার পর শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, দলের পারফরম্যান্স আরো শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত থাকবে।
আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে। শুরুতে দলের মালিকানা নিয়ে কিছু ধোঁয়াশা থাকলেও জানা গেছে, এবারও ঢাকা ক্যাপিটালসের মালিক থাকছেন শাকিব খান এবং দলের পরিচালনা করবেন তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস।
গেল আসরে সাতটি দল অংশ নিয়েছিল। এবার অংশগ্রহণকারী দল সংখ্যা কমে পাঁচটি হয়েছে। দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। খুলনা ও বরিশাল বাদ পড়েছে।
নতুন আসরে মালিকানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) এবং সিলেট (ক্রিকেট উইথ সামি)। বিপিএল-এর প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

