এশিয়ান কাপ বাছাইয়ের রাতে জাতীয় স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকের প্রত্যাশা ছিল কঠিন লড়াই। বাংলাদেশ সেই লড়াইকেই পরিণত করল এক ঐতিহাসিক রাতে। দুই দশকেরও বেশি সময় পর ভারতের বিপক্ষে জয়ের সুযোগ সামনে আসতেই দলটি দেখাল শৃঙ্খলা, জেদ আর আত্মবিশ্বাস।
ম্যাচ শুরুর পর থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা মনোযোগ ধরে রাখে। একাদশ মিনিটের সেই মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দলটি লিড নেয়। তারপর পুরো সময় ধরে রাখে রক্ষণ, গতি আর পরিকল্পনার নিখুঁত সমন্বয়। ভারত আক্রমণে উঠলেও বাংলাদেশ ঠান্ডা মাথায় সব সামলে নেয়।
শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই জয় আসে। গ্যালারির উল্লাস জানান দেয় কতটা প্রতীক্ষিত ছিল এই মুহূর্ত। দেশের ফুটবলের জন্য এটি এক গুরুত্বপূর্ণ রাত, আর সমর্থকদের জন্য গর্বেরও।

