বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মুহূর্তের দুয়ারে। মিরপুর টেস্টে মাঠে নামলেই মুশফিকুর রহিম ছুঁয়ে ফেলবেন এক নতুন মাইলফলক। এই ফরম্যাটে বাংলাদেশের কোনো ক্রিকেটার আগে কখনো খেলেননি একশ টেস্ট। প্রথমবারের মতো সেই কৃতিত্ব তুলে নেবেন মুশফিক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। টস হবে সকাল নয়টায়।
সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের পরও সিরিজের আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—মুশফিকের শততম ম্যাচ। দলও চায় এই বিশেষ উপলক্ষটি দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে রাঙাতে।
২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্যারিয়ারে তিনি খেলেছেন ৯৯ ম্যাচ। করেছেন ৬ হাজার ৩৫১ রান। রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি। তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। একই সঙ্গে দেশের একমাত্র উইকেটরক্ষক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিকও তিনি।

