আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বহুল আলোচিত মিনি নিলাম। মোট ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন মাত্র ৩৫০ জন। এই তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকায় দেশের ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।
নিলাম শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিসিসিআইয়ের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঠানো ই-মেইলে এই সময় নিশ্চিত করা হয়েছে।
চূড়ান্ত তালিকায় থাকা ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। এখনও ৭৭টি খেলোয়াড়ের জায়গা ফাঁকা রয়েছে, যার মধ্যে ৩১টি স্লট বিদেশিদের জন্য। আর্থিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স, যারা নিলামের জন্য ৬৪ কোটি ৩০ লাখ রুপি বরাদ্দ রেখেছে। এই অর্থে তারা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।
বাংলাদেশ থেকে নিলামে থাকা সাতজন ক্রিকেটার হলেন—মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাহিদ রানা ও রাকিবুল হাসান। তবে শুরুতে তালিকায় থাকা সাকিব আল হাসান শেষ মুহূর্তে বাদ পড়েছেন।
এই সাতজনের মধ্যে মুস্তাফিজুর রহমানই একমাত্র ক্রিকেটার, যিনি সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে রয়েছেন। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা বাঁহাতি এই পেসারের আইপিএল অভিজ্ঞতাও সবচেয়ে বেশি—৬০টি ম্যাচ।
বাকি ছয়জনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। তবে তাদের মধ্যে কেউ এখনও আইপিএল খেলার সুযোগ পাননি।
নিলামের ঠিক আগে তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৩৫ জন ক্রিকেটার। এই তালিকায় দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক অন্যতম আলোচিত নাম। তার ভিত্তিমূল্য এবার ১ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার কুশল পেরেরা, বিনুরা ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে ও ত্রাভিন ম্যাথুও নতুন তালিকায় স্থান পেয়েছেন।
বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিনার এই পাঁচ ক্যাটাগরিতে। এরপর আনক্যাপড খেলোয়াড়দের তালিকা তোলা হবে।
এবার বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আগ্রহভরে অপেক্ষা করছেন দেখতে, এই সাত ক্রিকেটারের মধ্যে কে বা কারা আইপিএলের দলে জায়গা করে নিতে পারবেন।

