ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের ধাক্কা খেল আসাম। চলতি মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতির অভিযোগে রাজ্যের চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)।
নিষেধাজ্ঞার মুখে পড়া ক্রিকেটাররা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরী। তাঁরা বিভিন্ন সময় আসামের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।
এসিএ জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে আসাম দলের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই চার ক্রিকেটারের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট তদন্ত শুরু করে।
এসিএর সেক্রেটারি সনাতন দাস জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু অভ্যন্তরীণ শাস্তিতেই থেমে থাকেনি সংস্থাটি—চার ক্রিকেটারের বিরুদ্ধে রাজ্য পুলিশের অপরাধ শাখায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে।
চলতি বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আসামের লিগ ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত লখনউতে। তবে দলটি ওই টুর্নামেন্টে ভালো করতে পারেনি এবং সুপার লিগ পর্বে উঠতে ব্যর্থ হয়।
নিষেধাজ্ঞার ফলে এই চার ক্রিকেটার আগামী দিনে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের আওতাধীন কোনো প্রতিযোগিতায় খেলতে পারবেন না। শুধু খেলাই নয়—ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম থেকেও তাঁদের পুরোপুরি দূরে রাখা হয়েছে। কোচিং, আম্পায়ারিং কিংবা ম্যাচ রেফারির দায়িত্ব পালন করার সুযোগও থাকছে না।
এসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য ক্রিকেটে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নজরদারি আরও জোরদার করা হবে।

