আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি তার ভারত সফরের শেষ দিন দিল্লিতে স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে তাকে স্বাগত জানাতে ভিড় করেছে অসংখ্য ভক্ত। রাতেই তিনি দেশে ফিরে যান।
মাঠে নেমে হাসিমুখে দর্শকদের অভিবাদনের জবাব দেন মেসি। সঙ্গে ছিলেন সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তারা একসঙ্গে বল খেলায় অংশ নেন, গ্যালারিতে লাথি মেরে বল পাঠান এবং মিনার্ভা একাডেমির টিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ করে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলায় মেসি যেন প্রকৃতই আনন্দ উপভোগ করছিলেন।
মেসিকে ১০ নম্বর জার্সি, সুয়ারেজকে ৯ এবং ডি পলকে ৭ নম্বর জার্সি দেওয়া হয়। এছাড়াও, মেসি হাতে পেয়েছেন আইসিসি প্রধান জয় শাহের কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সই করা ব্যাট ও জার্সি। ফেব্রুয়ারির ৭ তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার আমন্ত্রণও পান তিনি।
অনুষ্ঠান শেষে মাইক্রোফোন হাতে নিয়ে মেসি বলেন, “ভারতে এই তিন দিনে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। কয়েকটা দিন দুর্দান্ত কাটল। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে। আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব—হয়তো ম্যাচ খেলতে, হয়তো অন্য কোনো কারণে। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ সবাইকে।”

