বিপিএলএ র এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে সিলেট থেকে। ঢাকায় দু’দিনের প্রস্তুতি শেষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই দলগুলো একে একে সিলেটমুখী যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে স্বাগতিক সিলেট টাইটান্স সিলেটে পৌঁছে গেছে।
সিলেট টাইটান্সের স্কোয়াডে যোগ দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার সালমান এরশাদ। অন্যদিকে ঢাকায় পৌঁছেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। রংপুরের আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারেরও আজ দেশে ফেরার কথা রয়েছে।
বিদেশি ক্রিকেটারের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ স্কোয়াড নিয়ে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। দলটিতে রয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার—হোসাইন মোহাম্মদ তালাত, অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ এবং ওপেনার শাহিবজাদা ফারহান। পাশাপাশি নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোও আছেন রাজশাহীর দলে। ভারতীয় অ্যানালিস্ট শ্রীভাস্তানও দলের সফরসঙ্গী। দলটি রাত সাড়ে ৮টার দিকে সিলেটের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে।
ঢাকা ক্যাপিটালসও দুই বিদেশি ক্রিকেটার নিয়ে ঢাকায় পৌঁছেছে। তারা হলেন আফগানিস্তানের টপঅর্ডার ব্যাটার জুবাইরউল্লাহ আকবরী ও অলরাউন্ডার জিয়াউর রহমান শরিফি।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই সিলেটে বসছে ক্রিকেট উৎসব। বিকেল ৩টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর রাত পৌনে ৮টায় দ্বিতীয় ম্যাচে খেলবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্ব শেষ হলে বিপিএলের লড়াই ছড়িয়ে পড়বে চট্টগ্রাম ও ঢাকায়। তিন ভেন্যুতে মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফ পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার দিয়ে। ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, আর ২৩ জানুয়ারি মাঠে গড়াবে আসরের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল।

