দেশের বেসরকারি জীবনবিমা কোম্পানি প্রগতি লাইফ ইনস্যুরেন্স ডিজিটাল ব্যাংক করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এই তথ্যটি বিনিয়োগকারীদের সঙ্গে শেয়ার করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আজ (বৃহস্পতিবার) কোম্পানিটির এই আগ্রহ জানানো হয়েছে। প্রগতি লাইফ ইনস্যুরেন্স জানিয়েছে, তারা এককভাবে নয়, কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে দেশে ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা করছে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। প্রগতি লাইফ ইনস্যুরেন্স জানিয়েছে, তারা এই প্রক্রিয়ায় অংশ নেবে। অনুমোদন পেলে ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫ শতাংশে বিনিয়োগ করবে কোম্পানিটি। অর্থাৎ ডিজিটাল ব্যাংকের মালিকানার ৫ শতাংশ প্রগতি লাইফ ইনস্যুরেন্সের হাতে থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০০ কোটি টাকা। এর ৫ শতাংশের মালিকানা নিতে প্রগতি লাইফ ইনস্যুরেন্সকে ১৫ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
ডিজিটাল ব্যাংকের কার্যক্রম হবে স্থাপনাবিহীন। এতে কোনো শাখা, এটিএম, সিডিএম বা সিআরএম থাকবে না। সব সেবা হবে অ্যাপ বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে। গ্রাহক ২৪ ঘণ্টা সেবা পাবেন। লেনদেনের সুবিধার্থে ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও অন্যান্য প্রযুক্তিভিত্তিক পণ্য ব্যবহার করা যাবে। তবে প্লাস্টিক কার্ড দেয়া হবে না। ডিজিটাল ব্যাংক গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম ও এজেন্ট সেবা ব্যবহার করতে পারবেন। এটি বড় বা মাঝারি শিল্পে ঋণ দিতে পারবে না, শুধুমাত্র ছোট ঋণ প্রদানের সুযোগ থাকবে। এছাড়া কোনো এলসি খোলা যাবে না।

