সাধারণ বিমা প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সব সাধারণ বিমা কোম্পানিকে আইডিআরএ-এর কাছে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে ব্যক্তি এজেন্ট কমিশন ‘শূন্য’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ নির্ধারণ বিষয়ে জারি করা নির্দেশনায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। নির্দেশনায় সই করেন আইডিআরএ-এর উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান।
নির্দেশনায় বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পর কোনো নন-লাইফ বিমা প্রতিষ্ঠান নির্দেশনা লঙ্ঘন করছে কি না তা মনিটর করা হবে। তবে আইডিআরএ-এর জনবল সংকট থাকায় মনিটরিংয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে (বিআইএ) সহযোগিতা করতে হবে। এজন্য কর্তৃপক্ষ ও বিআইএ যৌথভাবে একটি ভিজিলেন্স টিম গঠন করবে।
কোনো প্রতিষ্ঠান ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে ব্যর্থ হলে বা নির্দেশনা লঙ্ঘন করলে বিআইএ-এর ভিজিলেন্স টিম বিষয়টি আইডিআরএ-কে জানাবে। পরে কর্তৃপক্ষ তা যাচাই করে বিমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেবে।
এর আগে গত ২৫ নভেম্বর আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং সাধারণ বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে একটি সভা হয়। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই নির্দেশনা বাস্তবায়নে সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

