রোববারের বড় দর পতনের পর সোমবারও শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দিনের শুরুতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমলেও বড় বাজার মূলধনি তিন কোম্পানি– ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও স্কয়ার ফার্ম– দর বৃদ্ধির মাধ্যমে ডিএসইএক্স সূচকে ১৬ পয়েন্ট যোগ করেছে। এর ফলে সূচক শেষ পর্যন্ত ২ পয়েন্ট বাড়িয়ে দিনের লেনদেন শেষ হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল সোমবার ৩৫২ কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, ১৬২টির কমেছে এবং ৫৭টির অপরিবর্তিত রয়েছে। ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮টির দর বেড়েছে, ৬টির কমেছে।
অস্থিরতার মধ্যেও বীমা খাত ভালো অবস্থান দেখিয়েছে। তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে, ১৯টির কমেছে। জ্বালানি ও বিদ্যুৎ, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারদর মিশ্র ধারা ছিল। বিপরীতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, সিমেন্ট ও তথ্যপ্রযুক্তি খাতের বেশির ভাগ কোম্পানির দর কমেছে।
লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে সোমবার ৩৫২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা রোববারের তুলনায় ৫৯ কোটি ৭৯ লাখ টাকা কম। তবু বীমা খাতের লেনদেন বেড়ে ৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা রোববারের তুলনায় পৌনে ১৬ কোটি টাকা বেশি।
সূচক পুনর্বিন্যাস:
ডিএসই বছর শেষের মূল্য সূচকগুলো পুনর্বিন্যাস করেছে। নতুন হিসাব অনুযায়ী ডিএসইএক্স সূচক থেকে ১৬টি শেয়ার বাদ যাবে এবং ৯টি যোগ হবে। এ পরিবর্তনের পর সূচকভুক্ত শেয়ার সংখ্যা ৩২৫ থেকে কমে ৩১৯টি হবে। পরিবর্তনটি আগামী রোববার থেকে কার্যকর হবে।
ডিএসইএক্স সূচক থেকে বাদ পড়ছে– অ্যাপোলো ইস্পাত, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক, আনলিমা ইয়ার্ন, হামিদ ফেব্রিক্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কেয়ার, ফিনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
নতুন সূচকে যোগ হচ্ছে– বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ন ইন্স্যুরেন্স, সাফাকো স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও জিল বাংলা সুগার মিলস।

