সৌদি আরবে সম্প্রতি একটি বিশেষ টিভি চ্যানেল চালু হয়েছে, যা শুধুমাত্র নারীদের খেলা সম্প্রচার করবে। এই চ্যানেল ২৪ ঘণ্টা চলবে এবং দেশীয় নারী প্রিমিয়ার লীগ ফুটবলসহ অন্যান্য খেলাধুলার ইভেন্ট দেখানো হবে।
চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন), সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায়। ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের চ্যানেলটির সম্প্রচার এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।
ভিশন ২০৩০-র অংশ হিসেবে সৌদিতে নারীদের জন্য ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এবার তারা খেলাধুলা দেখতে এবং অংশ নিতে আরও সুযোগ পাচ্ছেন। নতুন চ্যানেলের মাধ্যমে দেশীয় নারী প্রিমিয়ার লীগসহ উয়েফা ম্যাচ ও অন্যান্য আন্তর্জাতিক খেলাও সম্প্রচারিত হবে।
এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা প্রচলিত বাধাগুলো ভেঙে দিচ্ছি এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভা পরিচয় করিয়ে দিচ্ছি।”