অস্বাভাবিক বৃষ্টিপাতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের উত্তরাখণ্ড। প্রবল বর্ষণে নদীগুলোতে হঠাৎ পানির স্রোত বেড়ে গিয়ে দেহরাদুনে টনস নদীতে ১০ শ্রমিক ভেসে যান। তাদের মধ্যে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শ্রমিকরা একটি ট্রাক্টরের ওপর দাঁড়িয়ে বাঁচার জন্য মরিয়া হয়ে চিৎকার করছেন। ট্রাক্টরটি তখন নদীর মাঝ বরাবর আটকে ছিল। চারপাশে স্থানীয়রা জড়ো হলেও প্রচণ্ড স্রোতের কারণে কেউ সাহায্য করতে পারেননি। একপর্যায়ে পানির শক্তি বেড়ে গেলে ট্রাক্টরসহ শ্রমিকরা নদীতে ভেসে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ভেসে যাওয়ার মুহূর্তে আশপাশের মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সবাই পানির নিচে তলিয়ে যান।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভুক্তভোগীরা স্থানীয় একটি খনিতে কাজ করতেন, তবে কীভাবে তারা নদীর মাঝ বরাবর পৌঁছেছিলেন তা এখনও স্পষ্ট নয়।
বৃষ্টির কারণে দেহরাদুন, মুসোরি এবং মালদেভা এলাকার অনেক সড়ক ভেঙে গেছে। দেহরাদুনের প্রেমনগর এলাকায় একটি সেতুও নদীর পানিতে ভেসে গেছে। উদ্ধারকারীরা ইতোমধ্যে প্রায় ৪০০ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন এবং আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছেন।
পরিস্থিতি অবনতির কারণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জরুরি সহায়তা চান। মোদি দ্রুত সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।