ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে চীনের সীমান্তবর্তী লাদাখে নতুন বিমানঘাঁটি নির্মাণ করা হচ্ছে। দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিং বুধবার নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করেন।
লাদাখের মুধ-নিওমা এলাকায় নির্মিত এই ঘাঁটির উচ্চতা সাগরপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট। এটি ভারতের সর্বোচ্চ উচ্চতায় থাকা বিমানঘাঁটি হবে।
রয়টার্স মতে, নির্মাণাধীন ঘাঁটির বিষয়ে ভারতের বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “নতুন ঘাঁটিটি যুদ্ধবিমান অপারেশন পরিচালনার সক্ষমতা রাখবে। এটি আমাদের দুই শত্রুর জন্য নতুন চ্যালেঞ্জ হবে।” এখানে তিনি পাকিস্তান ও চীনকে বোঝাচ্ছেন।
লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ চলেছে ১৯৫০-এর দশক থেকে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ ভারতীয় ও ৪৫ চীনা সেনা নিহত হন। যদিও সম্প্রতি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু হয়েছে, ভারতের রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, নয়াদিল্লি এখনও বেইজিংয়ের ওপর পূর্ণ আস্থা রাখেনি।
নতুন বিমানঘাঁটির নির্মাণও সেই নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদারের অংশ বলে মনে করা হচ্ছে।

