চীনের নিজস্ব দ্রুতগতির মাগলেভ ট্রেন বিশ্বরেকর্ড গড়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এক হাজার টনের বেশি ওজনের ট্রেনটি চালাতে সক্ষম হয়েছেন। এত দ্রুত গতিতে ট্রেনটি পাশে থাকলেও একজন সাধারণ মানুষ এক সেকেন্ডের বেশি এটি দেখতে পারবে না।
গবেষকরা ট্রেনটিকে ম্যাগলেভ ট্র্যাকের ওপর পরীক্ষা চালান এবং উক্ত ট্রেনকে সফলভাবে আবার নিরাপদে থামাতে সক্ষম হন। পরীক্ষার মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয়েছে।
ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের সাহায্যে চলে, তাই এর চাকা সরাসরি রেললাইনের সঙ্গে যুক্ত থাকে না। চুম্বকের মাধ্যমে এটি ভেসে থাকে এবং একই মাধ্যমে গতি অর্জন করে।
প্রতিবেদন অনুসারে, ট্রেনটির গতিবেগ এত বেশি যে এর শক্তি ব্যবহার করে রকেটও নিক্ষেপ করা সম্ভব। এছাড়া, কম সময়ে এই গতিতে চলার কারণে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে চালু হলে, সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে অন্য শহরে মাত্র কয়েক মিনিটে পৌঁছাতে পারবে।

