দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা নির্মাণ করা হবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই চমকপ্রদ ঘোষণা দেওয়া হয়। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধীরে ধীরে জানানো হবে। সূত্র: খালিজ টাইমস
২০২৪-২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্ক। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।
গোল্ড ডিস্ট্রিক্ট, যা ‘হোম অব গোল্ড’ নামেও পরিচিত, সেখানে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সুবিধা একই ছাতার নিচে পাওয়া যাবে। এর আওতায় খুচরা বিক্রি, বুলিয়ন বা স্বর্ণের বার, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবা অন্তর্ভুক্ত।
বর্তমানে এই ডিস্ট্রিক্টে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ এবং লাইফস্টাইল খাতের এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারি ইতিমধ্যেই এখানে ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। পাশাপাশি, জয়ালুকাস এখানে ২৪ হাজার বর্গফুটের ফ্ল্যাগশিপ শোরুম খোলার ঘোষণা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের তাদের বৃহত্তম শাখা হবে।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, “দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা এবং সুযোগের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।”
দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের অন্তর্ভুক্ত দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের (ডিএফআরই) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, “স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে। এই যুগান্তকারী গন্তব্য কেবল ঐতিহ্য উদযাপন করছে না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ওপর ভিত্তি করে নতুন যুগের জন্য তৈরি হচ্ছে।”

