যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুদ্ধ শুরু হলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: আনাদোলু
বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া বক্তব্যে আকবরজাদেহ বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে দেশটি তার পূর্ণ সামরিক সক্ষমতা নিয়ে প্রতিরোধে নামবে। তাঁর ভাষায়, যুদ্ধ শুরু হলে ইরান কোনোভাবেই পিছু হটবে না, এমনকি এক মিলিমিটারও নয়।
তিনি জানান, হরমুজ প্রণালী এখন আধুনিক ও বুদ্ধিদীপ্ত প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সামুদ্রিক, আকাশ ও পানির নিচের চলাচল সার্বক্ষণিকভাবে ইরানের নজরদারিতে রয়েছে। পুরোনো পদ্ধতি বাদ দিয়ে উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আইআরজিসির উপপ্রধান আরো বলেন, অন্য দেশের পতাকা ব্যবহার করে বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে কি না সে সিদ্ধান্তও ইরান নেবে। তাঁর মতে, এই অঞ্চলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি এখন পুরোপুরি ইরানের কৌশলগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি যুদ্ধ শুরু করে, তাহলে সেখান থেকে কোনো লাভবান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আকবরজাদেহ। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক—ইরান তা চায় না। তবে যারা যুদ্ধ চাপিয়ে দেবে, তাদের স্বার্থ রক্ষার সুযোগ দেওয়া হবে না।
এ ছাড়া তিনি স্পষ্ট করে বলেন, যেসব প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার অনুমতি দেবে, সেসব দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি ইরানের আরও কিছু অজানা সামরিক সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন তিনি, যা যথাযথ সময়ে প্রকাশ করা হবে।

