ইরান ইস্রায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইরানি সংবাদমাধ্যম জানায়, হামিদরেজা সাবেত ইসমাইলপুর নামের এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন। পরে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। তদন্তকারীরা জানিয়েছেন, তার অনলাইন কার্যক্রম পর্যালোচনার সময় দেখা গেছে, ইসমাইলপুর সরাসরি ইসরায়েল-সংযুক্ত এক কর্মকর্তার কাছে নথি পাঠিয়েছেন।
ইরানি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, তিনি ইসরায়েলের জন্য গোয়েন্দা ও অপারেশনাল কাজে যুক্ত ছিলেন। এর মধ্যে ছিল এক গোয়েন্দা কর্মকর্তার জন্য সরঞ্জাম সংগ্রহ এবং ইসফাহান ও লোরেস্তান প্রদেশে যানবাহন পরিবহন। কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে নাশকতা চালানো।

