জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত নিয়ে গবেষণা ও চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন গবেষক অধ্যাপক আনোয়ারুল হক ও সংগীতশিল্পী শবনম মুশতারী। বাংলা একাডেমি এ বছর তাঁদের এ সম্মাননায় ভূষিত করছে।
শনিবার বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রবিবার বিকেলে বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য নজরুলজয়ন্তী অনুষ্ঠানে দুই গুণীজনের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকেই এক লাখ টাকা, একটি সম্মাননা স্মারক ও উত্তরীয় গ্রহণ করবেন।
অধ্যাপক আনোয়ারুল হক মূলত নজরুলচর্চা ও সাহিত্য গবেষণায় নিবেদিত এক অধ্যাপক। ১৯৫২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লার মোগলটুলিতে জন্ম নেওয়া হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়েন এবং পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে অধ্যাপনা জীবন শেষ করেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থগুলোর মধ্যে রয়েছে নজরুল ও তাঁর বৈরিপক্ষ, নজরুল পরিক্রমা ও নজরুল নার্গিস প্রমীলা নবমূল্যায়ন।
অন্যদিকে ষাটের দশকে নজরুল সংগীতে যাত্রা শুরু করা শবনম মুশতারী হয়ে উঠেছিলেন রেডিও ও টেলিভিশনের পরিচিত মুখ। নজরুল সংগীত নিয়ে তাঁর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সাহিত্যিক ও সাংবাদিক পরিবারে জন্ম নেওয়া শবনমের বাবা কবি তালিম হোসেন ও মা কথাসাহিত্যিক মাফরুহা চৌধুরী। তাঁর দুই বোন ইয়াসমিন ও পারভীন মুশতারীও নজরুল সংগীতের শিল্পী।
এই পুরস্কারের মাধ্যমে নজরুল গবেষণা ও সংগীতে তাঁদের আজীবন অবদানকে নতুন করে স্বীকৃতি দিল বাংলা একাডেমি।

