ঈদ মানেই খুশি, আনন্দ আর আত্মত্যাগের বার্তা। তবে মুসলমানদের জন্য ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি ইবাদতের এক মহামঞ্চ। রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিদের অনুশীলন অনুসরণ করে আমরা ঈদকে আরও বরকতময় করে তুলতে পারি। চলুন জেনে নেই ঈদের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত ও করণীয়:
১. ঈদের রাতে ইবাদত করা
ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে ইবাদতের মাধ্যমে রাত কাটালে কেয়ামতের দিন সেই ব্যক্তির অন্তর মৃত থাকবে না। (ইবন মাজাহ: ১৭৮২)
২. মিসওয়াক করা
ঈদের দিনে মিসওয়াক করা সুন্নাত। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক)
৩. গোসল করা
ঈদগাহে যাওয়ার আগে গোসল করা সাহাবায়ে কেরামের নিয়মিত আমল ছিল। (মুয়াত্তা ইমাম মালিক: ৬০৯)
৪. শরিয়তসম্মত সাজসজ্জা
নবীজি (সা.) ঈদের দিন বিশেষ পোশাক পরিধান করতেন। (সহিহ ইবনে খুযাইমা)
৫. উত্তম পোশাক পরা
ঈদের দিন সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করা সাহাবিদের রেওয়াজ ছিল। (বায়হাকি শরিফ)
৬. সুগন্ধি ব্যবহার আতর বা সুগন্ধি ব্যবহার করা
ঈদের সৌন্দর্য ও শিষ্টাচারের অংশ। (মুস্তাদরাক হাকিম)
৭. ঈদের নামাজের আগে খাওয়া-দাওয়া
ঈদুল আজহার দিনে ঈদের নামাজের আগে কিছু না খেয়ে নামাজ শেষে কোরবানির গোশত খাওয়াই সুন্নাত। (আহমদ: ১৪২২)
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া
সময়মতো উপস্থিত থাকা যেন ঈদের মাহাত্ম্য পূর্ণ হয়।
৯. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
রাসুল (সা.) ও সাহাবিদের সুন্নাত ছিল পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। (তিরমিজি)
১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা
শরিয়তের দৃষ্টিতে ওজর ছাড়া মসজিদে নয়, বরং খোলা মাঠে ঈদের নামাজ পড়াই সুন্নাত। (বুখারি)
১১. ফেরার পথে ভিন্ন রাস্তা ব্যবহার
ঈদগাহে যাওয়ার এক রাস্তায় গিয়ে ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা রাসুল (সা.)-এর নিয়ম ছিল। (বুখারি: ৯৮৬)
১২. ঈদের দিনে তাকবীর বলা
ঈদের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জোরে জোরে তাকবীর বলা।
তাকবীরের বাক্য:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
📖 অর্থ:
আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
১৩. শুভেচ্ছা বিনিময় করা
ঈদের দিনে পরস্পরকে “ঈদ মোবারক”, “তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” বলা মুস্তাহাব। (আল-ফাতহ)
ঈদের আনন্দে ভেসে যাওয়ার পাশাপাশি আসুন আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাতগুলো পালন করে ঈদ উদযাপনকে আরও বরকতময় ও অর্থবহ করে তুলি।ঈদ মোবারক! আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।

