নানা ইস্যুতে অস্থিরতার মধ্যেই শেয়ারবাজার ফের হোঁচট খেল। গত দুই দিন ধরে তালিকাভুক্ত সিংহভাগ কোম্পানির দর কমেছে। দুই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১৩ পয়েন্ট হারিয়ে ৫,০০০ পয়েন্টের নিচে নেমে এসেছে, এখন দাঁড়িয়েছে ৪,৯১৪ পয়েন্টে। গতকাল সোমবার সূচক ৬৪ পয়েন্ট পতন করেছে। রোববার ও সোমবার মিলিয়ে সূচকের পতন দুই শতাংশেরও বেশি।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮ কোম্পানির মধ্যে ২৯৫টির দর কমেছে। বেড়েছে মাত্র ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দর। তালিকাভুক্ত ৩৭টি ফান্ডের মধ্যে ২৩টির দর কমেছে, বেড়েছে মাত্র দুইটির। রোববারের লেনদেনের চিত্রও প্রায় একই রকম ছিল।
ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, শেয়ারবাজারের স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সংযুক্ত। রাজনৈতিক অঙ্গনের নানা বিষয়ে জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা বাজারকে প্রভাবিত করছে। এছাড়া শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়া, এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নে পাঠানোর খবরও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
পর্যালোচনায় দেখা গেছে, রোববারের পতনের পর সোমবারও লেনদেন নিম্নমুখী ধারায় শুরু হয়। সর্বাধিক দর হারিয়েছে সিরামিক খাত, প্রায় পৌনে ৫ শতাংশ কমেছে। গড়ে ৩ শতাংশের বেশি দর হারিয়েছে কাগজ ও ছাপাখানা, ভ্রমণ ও অবকাশ খাতের চারটি শেয়ার। এছাড়া বীমা খাতের ৫৮টি কোম্পানির শেয়ারও গড়ে প্রায় ৩ শতাংশ পতন দেখিয়েছে।

