দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (৮ ডিসেম্বর) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দর কমার সিকিউরিটিজের তুলনায় বেড়েছে এমন সিকিউরিটিজের সংখ্যা পাঁচগুণ বেশি। ফলে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক টানা তিন কার্যদিবস পর ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও সামান্য বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৩টির দর। অর্থাৎ দরপতনের তুলনায় দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিজের সংখ্যা ৫.৪২ গুণ বেশি। আর ৫১টির দর অপরিবর্তিত ছিল। দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৭টি, ‘বি’ ক্যাটাগরির ৬৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৬৩টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৪,৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে ১,০২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১,৮৯৩ পয়েন্টে উঠেছে। লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল (রোববার) এই পরিমাণ ছিল ২৬৭ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ একদিনে লেনদেন বেড়েছে ৯৭ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির শেয়ারদর বেড়েছে, ৬২টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল।
যদিও বেশ কিছু সিকিউরিটিজের দর কমেছে, সিএসইর সার্বিক মূল্যসূচক তবু ঊর্ধ্বমুখী হয়েছে। কাস্পি সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৩,৬৯৯ পয়েন্টে এবং সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৮,৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল এটি ছিল ১৩ কোটি ৯৫ লাখ টাকা।

