মালয়েশিয়ার সরকার আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
রাজধানী কুয়ালালামপুরে রোববার সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল। তিনি বলেন, “আমরা আশা করছি, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এই বিষয়টিতে আমাদের সহযোগিতা করবে।”
মন্ত্রী আরো জানান, এই সিদ্ধান্ত মূলত শিশু-কিশোরদের সাইবারবুলিং, অর্থনৈতিক অপরাধ এবং যৌন নিপীড়নমূলক কন্টেন্ট থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, অস্ট্রেলিয়ার সরকার ইতোমধ্যে অনুরূপ বিধিনিষেধ আরোপ করেছে এবং মালয়েশিয়া সেই নীতিমালা যাচাই করে অনুকরণ করছে।
নিষেধাজ্ঞা কার্যকর হলে ১ জানুয়ারি থেকে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করতে পারবে না।
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসও বয়স নির্ধারণ বিষয়ক নীতিমালা গ্রহণে যৌথভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল ও মেটা প্ল্যাটফর্মের বিরুদ্ধে শিশু নিরাপত্তা ও তথ্য ফাঁস সংক্রান্ত মামলা চলমান।

