বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নির্ধারিত মেয়াদ শেষে নবায়নের আবেদন না করায় দেশের বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকায় পরিচালিত ১৬টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-এর লাইসেন্স বাতিল করেছে।
৫ নভেম্বর জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিক–উল–ইসলামের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত সময় শেষ হলেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়নের আবেদন না করায় এই ১৬ প্রতিষ্ঠানের লাইসেন্সের বৈধতা শেষ হয়ে গেছে। পূর্ণ আইনি প্রক্রিয়া ও নীতিনির্ধারিত যাচাই শেষে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল আইএসপিগুলো হলো-
বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকায় ইন্টারনেট সেবা পরিচালনা করছিল। এদের মধ্যে দু’টি প্রতিষ্ঠানের একাধিক লাইসেন্স বাতিল হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—
3G Point Internet (ফতুল্লা), Amar Online BD (দক্ষিণ কেরানীগঞ্জ), Bani Networks Ltd (গুলশান ও বনানী ইউনিট), BD Solution Online (খিলগাঁও), Durend Network & Agro (সাঁথিয়া), Friends Network (সারিয়াখোলা), Desh BD Technologies (কাফরুল), Neuron Institution of Information Technology (জীবননগর, দামুরহুদা, চুয়াডাঙ্গা সদর), Online Cable Network Connection (টঙ্গী পশ্চিম), Search Net (আদাবর), Sky Fiber Communications (বংশাল), Smart Net (কামরাঙ্গীরচর), SS Networks (কুষ্টিয়া সদর)।
এদের মধ্যে Bani Networks Ltd এবং Neuron Institution of Information Technology-এর একাধিক লাইসেন্স বাতিল হয়েছে।
আইনি প্রভাব-
বিটিআরসি জানিয়েছে, বাতিল লাইসেন্সে ইন্টারনেট বা টেলিযোগাযোগ–সংশ্লিষ্ট যে কোনো কার্যক্রম এখন থেকে অবৈধ বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
“বাতিল লাইসেন্সের আওতায় পরিচালিত যেকোনো কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধনী) আইন, ২০১০ অনুযায়ী অবৈধ ও দণ্ডনীয় হিসেবে বিবেচিত হবে।”
এর আওতায় গ্রাহক সেবা প্রদান, নেটওয়ার্ক অবকাঠামো পরিচালনা ও সংশ্লিষ্ট সব ধরনের টেলিকম ব্যবসা অন্তর্ভুক্ত থাকবে।
বাতিল প্রতিষ্ঠানগুলোকে ৩০ কর্মদিবসের মধ্যে মূল লাইসেন্স সনদ বিটিআরসিতে জমা দিতে হবে। পাশাপাশি বকেয়া আদায়ের জন্য অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রভাব ও প্রশাসনিক অবস্থান-
বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে সেক্টরে নিয়ম–নীতি প্রয়োগ ও জবাবদিহিতা নিশ্চিতের প্রতি কমিশনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।
এক কর্মকর্তা বলেন, নবায়ন বাধ্যবাধকতা না মানা সেবা দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রক নজরদারি ও সেবার মান বজায় রাখতে বিটিআরসি আরো সক্রিয় ভূমিকা নিয়েছে যা সাধারণ ব্যবহারকারীদের বৈধ ও কাঠামোগত সেবা নিশ্চিতে সহায়তা করবে।

