আজ (১৮ নভেম্বর) সকালে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে মহাখালী বাসস্ট্যান্ড ও রেল ক্রসিং-এ আসা-যাওয়ার সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঢাকা রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুমের কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, মহাখালী ফ্লাইওভারের নিচে অবস্থিত রেল ক্রসিংয়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুপুর ১টা ১৫ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেসের কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে ট্রেনটি যেতে পারেনি, স্টেশনেই আটকে আছে।
জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে প্রায় এক হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। এর ১৫ মিনিটের মাথায় তারা রেল ক্রসিং ও সড়কে অবস্থান নেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এসে তাদের দাবি না শোনা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ ছাড়বেন না বলে জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বনানী পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরওয়ার জানান, রেললাইনের পাশাপাশি শিক্ষার্থীরা আমতলী মোড়েও অবরোধ করেছেন। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছে।
এদিকে অবরোধের কারণে নোয়াখালী থেকে আসা আন্তঃনগর ট্রেন উপকুল এক্সপ্রেস মহাখালী ক্রসিং পার হওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা থামানোর চেষ্টা করেন। তবে দুর্ঘটনা এড়াতে ট্রেন থামার পরিবর্তে গতি কমিয়ে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ট্রেনে ইট-পাথর ছুঁড়লে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে সড়ক অবরোধ করে একাধিকবার বিক্ষোভ করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার আশা দিলেও কোন ফলাফল না পাওয়ায় শিক্ষার্থীরা পুনরায় সড়ক অবোরোধ করে। বনানীর দুই পাশের রাস্তা বন্ধ দেখা যায়; সড়কে কোনো গড়ি চলছে না।