কাকরাইলের আল রাজী কমপ্লেক্সের নিচে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবজারভেশনে রাখা হয়েছে।
নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক লাইভ ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় তাকে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
ভিডিওতে আরও শোনা যায়, দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। জাতীয় পার্টির হামলার অভিযোগ নিয়ে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরসহ শীর্ষ নেতারা। ঠিক সেই সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সূত্র: ইউএনবি

