ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা চুরির চেষ্টা করার অভিযোগে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মনসুর আহমদ (৪০)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের মুন্সিবাড়ির হোসেন আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা মনসুর আহমদকে মোটবীর একটি বাড়িতে আটক করেন। তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ তোলা হলে তিনি স্থানীয়দের হাতে পিটুনির শিকার হন। গুরুতর আহত মনসুর জ্ঞান হারান।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার সহকারী পুলিশ কর্মকর্তা (এসআই) মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, নিহতের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।