রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁরা বাসভবনের ফটক ও প্যারিস রোড ছেড়ে চলে যান।
এর আগে কয়েক হাজার শিক্ষার্থী সেখানে বিক্ষোভে অংশ নেন। রাত গভীর হলেও আন্দোলনে ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত থেকে সরে আসে। শনিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বিষয়টি নিয়ে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
তবে এ ঘোষণায় শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। তাঁদের দাবি ছিল, উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে অবিলম্বে কোটা বাতিল ঘোষণা করতে হবে। এই দাবিতে তাঁরা রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
রাত আড়াইটার পর থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে বাসভবনের সামনে থেকে সরে যেতে শুরু করেন। সাড়ে ৩টার মধ্যে পুরো প্যারিস রোড ফাঁকা হয়ে যায়। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রসংগঠনের নেতারাও তখন সরে যান।
শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী রিয়াদ খান রাত সোয়া ৩টার দিকে বলেন, “প্রশাসন থেকে আর কোনো সাড়া না পাওয়ায় সবাই চলে যাচ্ছেন। আজকের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে।”

