২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দেশের নির্বাচন হওয়ার ব্যাপারে জনগণের মধ্যে দৃঢ় সমর্থন দেখা দিয়েছে। ইনোভিশন নামের গবেষণা সংস্থার জরিপে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৮৬.৫ শতাংশ নাগরিক এই নির্বাচনের পক্ষে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে এই জরিপের ফল প্রকাশ করা হয়।
সংস্থাটি জানায়, জরিপটি দেশের ৬৪ জেলা জুড়ে ১০ হাজার ৪১৩ জন ভোটারের সঙ্গে সরাসরি কথা বলে সম্পন্ন করা হয়েছে। জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৫৬ শতাংশ মানুষ প্রস্তাবিত পিআর (প্রতিনিধিত্বমূলক) সিস্টেম সম্পর্কে জানে না। পিআর সিস্টেম চায় ২১.৮ শতাংশ ভোটার, আর ২২.২ শতাংশ ভোটার এটি চায় না।
জরিপে অংশ নেওয়া ভোটারের মধ্যে প্রতি দশজনের মধ্যে নয়জন ভোট দিতে আগ্রহী। বিশেষ করে, ৯৪.৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তারা ভোট দেবেন।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন ৭৮.৭ শতাংশ ভোটার। এর মধ্যে ৩৯.৫ শতাংশ বলেন খুব ভালো এবং ৩৯.২ শতাংশ বলেন মোটামুটি ভালো।
গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মনে করেন ৫৬.৬ শতাংশ মানুষ। তবে ৬৯.৯ শতাংশ ভোটার বিশ্বাস করেন, সরকার নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে। একই সঙ্গে ৭৫.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন তারা নিরাপদে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন।
আরও এক দিক থেকে দেখা যায়, জামায়াতের আমির ভোটে জয়ের জন্য আর্থিক কুরবানিসহ সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

