Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Sep 25, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • খেলা
    • প্রযুক্তি
    • বিনোদন
    • মতামত
    • সাহিত্য
    • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষক ঘাটতিতে ভুগছে দেশের সরকারি মেডিকেল কলেজগুলো
    বাংলাদেশ

    শিক্ষক ঘাটতিতে ভুগছে দেশের সরকারি মেডিকেল কলেজগুলো

    নাহিদSeptember 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মেডিকেল কলেজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজ তীব্র শিক্ষক সংকটে ভুগছে। অর্ধেকের বেশি পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে কর্মরত শিক্ষকরা অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের মধ্যে কাজ করছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছেন মানসম্মত পাঠদান থেকে।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, এসব কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন ২ হাজার ৫৪৪ জন। অথচ পদ আছে ৫ হাজার ২৪১টি। অর্থাৎ শূন্য রয়েছে ২ হাজার ৬৯৭টি পদ, যা মোট পদের ৫১ দশমিক ৫ শতাংশ।

    অধ্যাপক ৯০০ পদের বিপরীতে আছেন মাত্র ৩১২ জন। সহযোগী অধ্যাপক ১ হাজার ৭১০ পদের বিপরীতে কর্মরত ৯২০ জন। আর সহকারী অধ্যাপক ২ হাজার ৬৩১ পদের বিপরীতে আছেন ১ হাজার ৩১২ জন। এ হিসেবে যথাক্রমে ৫৮৮, ৭৯০ ও ১ হাজার ৩১৯টি পদ শূন্য।

    ক্লিনিক্যাল ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ১ হাজার ৭০৩ পদের মধ্যে কর্মরত আছেন ৯৪৫ জন। শূন্য ৭৫৮টি। বেসিক সাবজেক্টে (অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি) ২ হাজার ১৫৫টি পদের মধ্যে আছেন ১ হাজার ৬২৪ জন শিক্ষক। শূন্য রয়েছে ৫৩১টি।

    একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অনেক সময় তিন শিক্ষকের কাজ একজনকেই করতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন বঞ্চিত হচ্ছেন, শিক্ষকরাও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।”

    সংশ্লিষ্টদের মতে, নিয়োগ ও পদোন্নতির দীর্ঘসূত্রতা এ সংকটের মূল কারণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আট মাস কোনো পদোন্নতি বোর্ড হয়নি। পরে পদোন্নতি হলেও নতুন পদায়ন আটকে যায় সফটওয়্যারভিত্তিক সিস্টেম চালুর উদ্যোগে।

    বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট নিরসনে ২০১৯ সাল থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রণোদনার হার বাড়ানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে অর্থ মন্ত্রণালয়ের আপত্তিতে তা আটকে যায়। পরে ৭০ শতাংশ হারে অনুমোদন মিললেও প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। এছাড়া সরকারি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাসিক ২০ হাজার টাকা প্রণোদনার প্রস্তাবও অনুমোদনের অপেক্ষায় আছে।

    অধিদপ্তরের এক পরিচালক দাবি করেছেন, শিক্ষক সংকট থাকা সত্ত্বেও মেডিকেল শিক্ষার মান ব্যাহত হয়নি। তাঁর ভাষায়, “শিক্ষকরা দ্বিগুণ-তিন গুণ কাজ করছেন। কারিকুলাম ও পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ীই শেষ হচ্ছে।”

    তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন স্বীকার করেছেন, সংকট শিক্ষার গুণগত মানে প্রভাব ফেলছে। তিনি বলেন, “শিক্ষক সংকট নিরসনে কাজ চলছে। পদোন্নতি হয়েছে, শিগগিরই সফটওয়্যারের মাধ্যমে পদায়নও সম্পন্ন হবে।”

    তিনি আরও জানান, বেসিক সাবজেক্টে শিক্ষার্থী তৈরি করতে প্রণোদনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই তা কার্যকর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গণভবন নয়, সংসদ এলাকা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন

    September 24, 2025
    বাংলাদেশ

    চরম সংকটে আছে নিম্ন আয়ের মানুষ

    September 24, 2025
    অর্থনীতি

    অর্থনৈতিক অঞ্চলে অপটিমাপ্লাস্টের ৫০ কোটি টাকার বিনিয়োগ

    September 24, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.