বলিউডের কিং শাহরুখ খানকে আবারও এক নতুন অ্যাকশন লুকে দেখা যাচ্ছে। তার আসন্ন ছবি ‘কিং’–এর সেট থেকে নতুন একটি লুক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে শাহরুখকে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরা অবস্থায়, একটি ডকের পাশে দাঁড়িয়ে বাঁ হাতে বন্দুক নিয়ে কাউকে লক্ষ্য করতে দেখা গেছে। এই দৃশ্য অনেকের মনে ‘ডন’ সিনেমার কথা উজ্জীবিত করেছে।
ছবির শুটিং সেখানকার পরিচালক ও কলাকুশলীরা গোপন রাখার চেষ্টা করলেও, এর আগেও শাহরুখের ভিন্ন লুক ফাঁস হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে ও ট্যাটু সহ দেখা গেছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
শুরুতে ছবিটি সুজয় ঘোষ পরিচালনা করছিলেন, পরে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের ‘পাঠান’ সিনেমার পরিচালক। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে, যিনি একজন শিষ্যের ভূমিকায় থাকবেন। শাহরুখের চরিত্র একজন অভিজ্ঞ খুনি, যিনি সুহানাকে প্রশিক্ষণ দিচ্ছেন।
ছবিতে শাহরুখ-সুহানার পাশাপাশি রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।