রাঙামাটি জেলা সদরে বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‘রাঙামাটি পার্বত্য জেলার ক্রীড়ামোদী ও রাঙামাটিবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফুটবলে মারি চৌধুরী, আনুচিং মগিনি, বরুণ বিকাশ দেওয়ান, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা এবং বক্সিংয়ে সুর কৃষ্ণ চাকমাসহ বহু প্রতিভাবান ক্রীড়াবিদ এই জেলার গর্ব। তাঁদের অর্জন প্রমাণ করে, রাঙামাটি পার্বত্য এলাকা সুপ্ত ক্রীড়া প্রতিভার ভাণ্ডার।
বক্তারা অভিযোগ করেন, পর্যাপ্ত অবকাঠামো ও পেশাদার প্রশিক্ষণের অভাবে এই অঞ্চলের বহু সম্ভাবনাময় খেলোয়াড় হারিয়ে যাচ্ছেন। যদি রাঙামাটি সদরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়, তবে পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীরা মানসম্মত প্রশিক্ষণ পেয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবেন। এতে জেলার ক্রীড়া ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
তাঁরা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই পরিকল্পনা বানচাল করার ষড়যন্ত্র করছে। বক্তাদের দাবি, রাঙামাটি সদরের পরিবর্তে কোনো উপজেলায় কেন্দ্র স্থাপন করা হলে প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে এবং সুবিধা বঞ্চিত হবে মূল ক্রীড়াবিদরাই।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিকেএসপির মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহসভাপতি বাবুল আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত, ক্রীড়া সংগঠক নুরুল আবছার, জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার আজিমসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও রাজনৈতিক নেতারা।