শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ার জন্য ১২টি সংশোধিত নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনের মাধ্যমে বদলি বা পদায়নের জন্য আবেদন করতে হবে। একবারে একজন কর্মকর্তা সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন, তবে ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার আবেদন সম্ভব নয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি কলেজের শিক্ষক বদলি বা পদায়ন নীতিমালা-২০২০’ সংশোধন করে ‘সরকারি কলেজের শিক্ষক বদলি বা পদায়ন নীতিমালা-২০২৫’ ৩০ জুন থেকে কার্যকর হয়েছে। সরকারি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়ন সহজতর করতে এই ১২টি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ
১. প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আবেদনকারীকে পিডিএস হালনাগাদ করে অনলাইনে আবেদন করতে হবে।
২. সব পদে বদলি বা পদায়নের ক্ষমতা মন্ত্রণালয়কে ন্যস্ত থাকবে।
৩. আবেদনপত্র অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন, কোনো আবেদন পেন্ডিং রাখা যাবে না।
৪. শুধুমাত্র অনলাইনে পাঠানো আবেদনই গ্রহণযোগ্য; অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন বিবেচিত হবে না।
৫. মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত নিয়মে ১৫ দিন অন্তর আবেদন মূল্যায়ন করবে।
৬. একবার আবেদন করলে পরবর্তী ৩ মাসে পুনরায় আবেদন করা যাবে না।
৭. আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। অনুমোদনের পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে বদলিভিত্তিক পদায়ন আদেশ প্রকাশ করা হবে।
৮. নন-ক্যাডার কর্মকর্তা কোনো ক্যাডার পদে বদলির জন্য আবেদন করতে পারবেন না।
৯. প্রয়োজনীয় পদ শূন্যকরণের ব্যবস্থা প্রশাসনিক আদেশের মাধ্যমে করা হবে।
১০. রাজনৈতিক প্রভাব বা ডিও লেটারের মাধ্যমে প্রক্রিয়ায় হস্তক্ষেপ অসদচারণ বলে গণ্য হবে।
১১. অসম্পূর্ণ বা হালনাগাদ নয় এমন পিডিএস বিবেচনায় নেওয়া হবে না।
১২. বদলি সংক্রান্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
নতুন নির্দেশনাগুলো শিক্ষক-কর্মকর্তাদের জন্য বদলি ও পদায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিয়মমাফিক এবং সহজতর করার লক্ষ্য নিয়ে প্রকাশ করা হয়েছে।