রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার বৃষ্টি হয়েছে। রাজধানীতে দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টি শুরু হয় এবং বেলা দুইটায় প্রতিবেদন লেখার সময়ও তা চলছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওর ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়ও আজ বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে এবং আগামী দুই–এক দিনের মধ্যে বৃষ্টি কমে আসতে পারে।
আজ সকাল পর্যন্ত রাজধানীর আকাশ পরিষ্কার ছিল এবং রোদ উঠেছিল। দুই দিনের টানা বৃষ্টির পর ছুটির দিনটি বৃষ্টিমুক্ত থাকতে পারে বলে আশা করা হয়েছিল। কিন্তু বেলা ১১টার পর থেকে আকাশ মেঘলা হয়ে পড়তে শুরু করে এবং কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দুপুর ১২টার পর রাজধানীতে বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে।
গতকাল রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। যদি কোনো এলাকায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়, তবে সেটিকে ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।
শাহানাজ সুলতানা জানান, “মেঘের একটি ভারী সেল আছে। এখনো বৃষ্টি হচ্ছে। এটি শেষ হলেও পরবর্তীতে আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।”
ঢাকার আশপাশের অঞ্চলগুলোতেও বৃষ্টি হচ্ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি পড়েছে। এছাড়া উত্তরবঙ্গের বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় সকালবেলায় বৃষ্টি হয়েছে।
এ সময় মৌসুমি বায়ু চলে যাচ্ছে। সাধারণত এই সময় স্বল্পকালীন বৃষ্টি হয় এবং একটানা বৃষ্টি হয় না। আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর বিদায়ের পর কিছুটা গরম পড়তে পারে। এ মাসের ২০ তারিখের পর আবার একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।