বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক ও কর্মচারীরা সরকারের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ ঘোষণা করে প্রতিবাদে ঢাকায় বড় জমায়েতের কর্মসূচি পালন করবেন। রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই জমায়েত অনুষ্ঠিত হবে, যেখানে টানা অবস্থান কর্মসূচি বা কর্মবিরতির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
শিক্ষক নেতারা জানাচ্ছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে ৫০০ টাকা বাড়িভাতা বাড়িয়েছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। বর্তমান বাজারে এই টাকায় পরিবারের একদিনের বাজারও চলে না। আমরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।”
তিনি আরো জানান, ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে। যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তাদের দাবী মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা।
এর আগে ১৩ আগস্টও জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং সর্বজনীন বদলির দাবি জানিয়েছিলেন। সেই সময়ের কর্মসূচির মধ্যে ছিল ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।