রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার সূত্রে জানা যায়, চারটি মামলার সবগুলোই পুলিশকে বাদী করে করা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট এবং বাকি তিনটি মামলার বাদী থানা পুলিশ। মামলার সব আসামি অজ্ঞাত। প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত একজন রিমন চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানান, চারটি মামলার মধ্যে একটি অভিযোগ সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের, বাকি তিনটি মামলা হলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে আগুন দেওয়া। মামলায় আসামি করা হয়েছে সন্ত্রাসী, দুর্বৃত্তকারী, অনিষ্টকারী, নাশকতাকারী ও ফ্যাসিবাদী মতাদর্শের লোকজনকে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা নিজেদের তিনটি দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা বোতল ও চেয়ার নিক্ষেপ করে, পুলিশের কিছু গাড়ি ভাঙচুর করা হয় এবং সড়কে আগুন ধরানো হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।