ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাতেই এক বিজ্ঞপ্তিতে জানায়, রাত ৯টা থেকে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, স্থগিত থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো রাত ৯টা থেকে একে একে চালু হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম এক খুদেবার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের বলেন, “এখনো কিছু অংশে আগুন রয়েছে, তবে সেটি নিয়ন্ত্রণে।”
তিনি আরও জানান, আর্মি, নেভি, এয়ারফোর্স, এয়ারপোর্ট অথরিটি ও আনসার বাহিনীর সমন্বয়ে ফায়ার সার্ভিসের নেতৃত্বে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।