সিলেটে কোম্পানীগঞ্জ থেকে সাদাপাথর পরিবহনের সময় দুই ট্রাকচালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে দুই ট্রাক আটক করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
জরিমানার শিকার দুজন হলেন—বগুড়ার নরুইল গ্রামের রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের আরিফুল (৩৫)।
এর আগে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাটের ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে তল্লাশিচৌকি বসিয়ে বেশ কয়েকটি ট্রাক আটক করে।
এছাড়া সাদাপাথর লুটপাটের ঘটনায় একাধিক মামলা হয়েছে। বর্তমানে কোম্পানীগঞ্জে পাথর ও বালুবাহী যানবাহনের তল্লাশি চলছে।
পুলিশ জানায়, আটককৃত ট্রাক দুটি ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে যাচ্ছিল। তল্লাশিচৌকিতে থামিয়ে পাথরবিষয়ক কাগজপত্র দেখানোর সময় চালকরা তা দেখাতে পারেননি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ট্রাক দুটি ও দুজন চালককে আটক করা হয়।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুজনকে ৭৫ হাজার টাকা করে, মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ আবুল হাছনাত বলেন, জরিমানার পাশাপাশি চালকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডে আবার আটক হলে অধিক জরিমানা ও কঠোর দণ্ড দেওয়া হবে। জব্দ করা সাদাপাথর বর্তমানে উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে। পরবর্তী ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।