নরসিংদীর মাধবদীতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের সিয়াম মিয়া (২২), সাব্বির হোসেন (২৮) এবং অটোরিকশার চালক ফাহিম মিয়া (৩০)। এই তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিয়াম ও সাব্বির মাধবদী থেকে ফাহিমের অটোরিকশায় রাইনাদী যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি মহাসড়ক থেকে গলিতে প্রবেশ করার সময় পেছন থেকে আসা সিলেটগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
ওসি মনির হোসেন জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহযোগী এখনও পলাতক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

